বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কর্তৃক বাস্তবায়নাধীন “দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) এর আওতায় পিরোজপুর, বাগেরহাট এবং খুলনা জেলাধীন উপজেলাসমূহের প্রকল্পভূক্ত সমিতিসমূহের সদস্যদের 01 (এক) মাস মেয়াদী সেলাই ও এমব্রয়ডারী প্রশিক্ষণ 12-05-2024 খ্রি: তারিখ হতে 11-05-2024 খ্রি: তারিখ মেয়াদে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, পিরোজপুরে অনুষ্ঠিত হচ্ছে। সময় সময় চলমান প্রশিক্ষণের সার্বিক বিষয়ে (খাবার, হোস্টেল, প্রশিক্ষণ) দেখভাল করে নিম্নস্বাক্ষরকারীর নিকট রিপোর্ট করার জন্য অনুরোধ করা হলো।
01। শেখ মো: মঞ্জুর এলাহী, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার, ইন্দুরকানী, পিরোজপুর। ০২। মাসুম মিয়া, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার, নাজিরপুর, পিরোজপুর। 03। মো: আবুল কালাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার, সদর, পিরোজপুর। 04। জনাব আশীষ কুমার সেন, সহকারি পল্লী উন্নয়ন অফিসার (ইরেসপো), সদর, পিরোজপুর। 05। জনাব তন্ময় মীরবর, সহকারি পল্লী উন্নয়ন অফিসার (ইরেসপো), নাজিরপুর, পিরোজপুর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস